ময়মনসিংহশনিবার , ১৮ জুন ২০২২

জামালপুরে ডুবছে যমুনা পাড়ের নিম্নাঞ্চল

অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ডুবে যাচ্ছে যমুনা পাড়ের নিম্নাঞ্চল। গত ২৪ ঘণ্টায় পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি, বাহাদুরাবাদ ও চিকাজানী ইউনিয়নের নদীর তীরবর্তী নিম্লাঞ্চল এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হচ্ছে। বিভিন্ন গ্রামের ফসলি মাঠ তলিয়ে গেছে। পানি কিছু কিছু গ্রামে বাড়ির আঙিনা পর্যন্ত চলে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব অঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জামালপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে সব উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গৌরীপুর নিউজ/শ্রাবণ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com