ময়মনসিংহসোমবার , ২৭ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নৌ-দুর্ঘটনার শিকার লোকজনকে উদ্ধার করলো ‘এসো গৌরীপুর গড়ি’র স্বেচ্ছাসেবকরা

সুপক রঞ্জন উকিল 
জুন ২৭, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

২৪ জুন শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি ভোর ৫টার সময় বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য  সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা নিজ উদ্যোগে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তায় ১০০০ ত্রাণের প্যাকেট  প্রস্তুত করে। যার মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, মোমবাতি, লাইটার, পানির বোতল ইত্যাদি।  পাশাপাশি শিশু খাদ্য, গো-খাদ্য, কিশোরীদের সুরক্ষা সামগ্রী ও মানুষ ও গবাদিপশুর জন্য বিভিন্ন প্রাথমিক চিকিৎসা ও ঔষধ অভিজ্ঞ ডাক্তার ও এবং ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে সরবরাহ করা হয়।
বেলা আনুমানিক ৩টার দিকে জয়শী, ধর্মপাশা, সুনামগঞ্জ এলাকায় পৌঁছলে অন্য দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় একটি পরিবার নৌকা নিয়ে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এ সময় ত্রাণের ট্রলার থেকে স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে বিপ্লব, রানা ও সুপক নদীতে ঝাপ দিয়ে নৌকার মাঝি সহ যাত্রীদের উদ্ধার করে। পরে তাদেরকে নিরাপদ স্থানে রেখে তাদের হাতে ত্রানের প্যাকেট দিয়ে তারা অন্যত্র যাত্রা করে। উদ্ধার ও ত্রাণ কাজের বিষয়ে জানতে চাইলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউসার চৌধুরী রন্টি জানান আমাদের সদস্যরা নিজের জীবন বাজি রেখে উদ্ধার কাজে অংশ নিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন এবং  আমরা সত্যিকার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com