ময়মনসিংহশনিবার , ১৬ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডিবি প্রধান হারুনের সঙ্গে এসএসসি ৯৯ ব্যাচের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ময়মনসিংহের গৌরীপুরের এসএসসি ৯৯ ব্যাচের প্রতিনিধি দল।

শুক্রবার (১৫ জুলাই) কিশোরগঞ্জ জেলায় হাওর অঞ্চল ভ্রমনকালে মিঠামইন থানার হোসেনপুর গ্রামে এই পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এএসএসসি ৯৯ ব্যাচের প্রতিনিধি এস আই আলমগীর কবিরের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এসময় ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সকলের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এতে উপস্থিত ছিলেন এসএসসি ৯৯ ব্যাচের প্রতিনিধি জলবায়ু বিশেষজ্ঞ ড. ফররুখ রহমান রুমি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মোজাম্মেল হক রুবেল, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান প্রবাল, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক সোহাগ, সাংবাদিক মশিউর রহমান কাউসার, ব্যবসায়ী এমডি তরিকুল ইসলাম সুমন, এমদাদুল হক, ক্যাটের ম্যানেজার হাবিবুর রহমান হাবিব, বাজিতপুরের এসএসসি ৯৯ ব্যাচের প্রতিনিধি ব্যবসায়ী মোঃ ইউনূছ, শ্রী গোবিন্দ, শিক্ষক শ্রী রতন দে প্রমুখ।

এসএসসি ৯৯ ব্যাচের প্রতিনিধি দল এদিন সকালে বাজিতপুর থানার পাটুলী ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শুরু করেন। এদিন তারা ছাতির চর, নিকলী হাওর হাওর ভ্রমন শেষে মিঠামইন থানায় মহামান্য রাষ্ট্রপতির বাড়ি পরিদর্শন করেন। পরে এ থানার হোসেনপুর গ্রামে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্টে ঘুরাঘুরি শেষে কিশোরগঞ্জ জেলার গর্ব বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন ডিআইজি মোঃ হারুনুর রশিদ বিপিএম-বার, পিপিএম-বার এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে তারা অষ্টগ্রাম ও হুমায়ুনপুর হাওর পরিদর্শন করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com