নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বাসস্ট্যান্ডে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনোয়ার (৩৫) ও মোটরসাইকেল চালক জুয়েল (৩৩) নামে দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (২২ আগষ্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মারুফা নামে একজন আহত হয়েছেন।
নিহত আনোয়ার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহরা গ্রামের নূর ইসলাম এর ছেলে এবং নিহত জুয়েল একই গ্রামের আব্দুল হেকিম এর ছেলে। আহত মারুফা নিহত আনোয়ার হোসেনের খালাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন নিহত আনোয়ার হোসেন তার খালাতো বোন মারুফাকে দুর্গাপুরে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে গৌরীপুরের উদ্দেশ্যে আসছিলেন। এসময় জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মাঝখানে অবস্থানকালে পেছন থেকে ময়মনসিংহগামী বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪০৪৭৪) তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ট্ট্রাকের চাকার নিচে চলে যায় । এতে মারুফা প্রাণে বেঁচে গেলেও আনোয়ার ও মোটরসাইকেল চালক জুয়েল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম সাংবাদিকদের জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com