ময়মনসিংহসোমবার , ১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ^রগঞ্জে জমি খারিজে ঘুষ গ্রহণের অভিযোগ

রতন ভৌমিক
আগস্ট ১, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে জমি খারিজের নামে ঘুষ গ্রহণের লিখিত অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভুক্তভোগী কৃষক এর প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবেড় গ্রামের কৃষক আবু তাহের ওই গ্রামের ২৮১ নং খতিয়ানের ৩৬৮,৫৩৬,৩৭৭ ও ১৫৭ দাগের মোট ৫০ শতক জমি খারিজের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যান। পরে মগটুলা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক অলিউল্লাহ সূচি ভুল সহ উল্লিখিত ভূমির বিভিন্ন জটিলতা দেখিয়ে আবু তাহেরে কাছে ১৪ হাজার টাকা দাবি করেন। আবু তাহের প্রায় দুইমাস পূর্বে অফিস সহায়ক অলিউল্লাহকে খারিজ বাবদ নগদ পাঁচ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেন। সেইসাথে আবু তাহের আর টাকা দিতে অস্বীকৃতি জানান। কিন্তু খারিজ সম্পন্ন হলেও অলিউল্লাহ আরো নয় হাজার টাকা দাবি করেন। অন্যথায় খারিজ দিতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় আবু তাহের অতিরিক্ত টাকা ছাড়া খারিজের কাগজপত্র পাওয়ার আশায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মগটুলা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. অলিউল্লাহ বলেন, আবু তাহেরের সাথে জমি খারিজ বাবদ আমার সাথে ১৪ হাজার টাকার চুক্তি ছিলো, তারমধ্যে পাঁচ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা দিয়ে খারিজের কাগজপত্র নেওয়ার কথা।

৫০ শতক জমি খারিজ করতে এত টাকা লাগে কেন জানতে চাইলে অলিউল্লাহ বলেন, “ জানেন তো খারিজ করতে গেলে ডিসিআর কাটা সহ এসিল্যান্ড অফিসে খরচ লাগে, স্যারকেও দিতে হয়”।
মগটুলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, জমিখারিজের নামে টাকা চাওয়ার বিষয়টি আপত্তিকর।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় উভয় পক্ষকে ডেকে এনে অভিযোগের তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com