ময়মনসিংহবুধবার , ১৭ আগস্ট ২০২২

ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৭, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ এর গভীর শ্রদ্ধার সাথে এক শোকাবহ অনুষ্ঠানের আয়োজন করে। মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই আয়োজন। কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা, নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট  ময়মনসিংহ এর সহসভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর দপ্তর সম্পাদক কবি ও আবৃত্তিকার আমজাদ দোলন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মোস্তাফিজুর বাসার ভাষাণী।

আলোচনায় অংশগ্রহণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সহসভাপতি আব্দুল হক শিকদার, সহসাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সংস্কৃতিজন ওয়াহাব মাহমুদ রমজান, অর্থ সম্পাদক আবৃত্তিকার আনোয়ারা সুলতানা আনু, জোটভুক্ত সংগঠনের প্রতিনিধির মধ্যে মুখোশ নাট্য সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট সায়েকুল ইসলাম, সূচনার সভাপতি তপন জোয়ার্দার, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন ময়মনসিংহ এর সভাপতি কবি অহনা নাসরিন, সাংবাদিক মাহমুদুল হাসান রতন, যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি আবুল বাসার,যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সহসভাপতি আবুল হাশেম, রঙ্গভূমি থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান হাসান, নোঙর মিডিয়ার সভাপতি হাসনাত জামান সবুজ, নোঙর মিডিয়ার পরিচালক জহিরুল ধ্রুব,যাত্রাশিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সারগাম শিল্পী গোষ্ঠীর সংগঠক আপেল মাহমুদ প্রমুখ।

আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার আমজাদ দোলন, বিশিষ্ট আবৃত্তিকার আনোয়ারা সুলতানা আনু, তরুণ আবৃত্তিকার আমজাদ শ্রাবণ, আবৃত্তিকার ও সংগঠক হাসনাত জামান সবুজ, আবৃত্তিকার ও নাট্যশিল্পী নৌরিন।

স্বরচিত নিবেদিত কবিতা পাঠ করেন কবি এম বাহাদুর,ছড়াকার ও চিত্রশিল্পী জয়ন্ত কুমার তালুকদার শিবু, কবি আহমদ শাহাবুদ্দিন, কবি রাহমান হাবিব প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com