ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে সোমবার (০৭ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু,মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, কৃষক লীগ নেতা হাফিজ উদ্দিন, খাদ্য পরিদর্শক রোকসানা বেগম, ওসি এলএসডি মুহম্মদ বাবুল মিয়া প্রমুখ।
সভায় সকলেই এই সিজনে নীতিমালা মোতাবেক সর্বোচ্চ খাদ্যশস্য সংগ্রহ করার বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইউএনও এসময় খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা কামনা।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com