ময়মনসিংহবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর মুক্ত দিবসে আবৃত্তি পরিষদের কবিতা পাঠ

ওবায়দুর রহমান
ডিসেম্বর ৮, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর মুক্ত দিবস উপলক্ষে গৌরীপুর আবৃত্তি পরিষদ আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় বিজয়’৭১ এ আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু ও সদস্য সচিব শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওস্তাদ এমএ হাই, ওস্তাদ আব্দুল মালেক সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, কবিতায় মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে এই ধরণের সাংস্কৃতিক আয়োজন খুবই গুরুত্ব বহন করে।

পরে কবিতা আবৃত্তি করেন আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহবায়ক হারুন-উর-রশীদ, সদস্য সচিব শেখ মোঃ বিপ্লব, ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নূরুল আবেদীন, সুপক রঞ্জন উকিল, শামীমা খানম মীনা, আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, আরিফ আহম্মেদ, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও কাজী আল আমীন প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com