ময়মনসিংহরবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে দু’পক্ষের বাকবিতন্ডা থামাতে গিয়ে রক্তাত্ব জখম হলেন কৃষক

শাহজাহান কবির
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

দুই প্রতিবেশীর বাক-বিতন্ডা থামাতে গিয়ে একটিপক্ষের হামলায় রক্তাত্ব জখন হয়েছেন আব্দুল হেলিম (৪৮) নামে স্থানীয় এক কৃষক। গুরুতর আহত ব্যক্তি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউপির নহাটা পূর্ব বাজার এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল হেলিম নহাটা গ্রামের মৃত আনির উদ্দিন মাতাব্বরের ছেলে।

প্রদক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে- নহাটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী মালেকা খাতুনের সাথে প্রতিবেশী মৃত আব্দুর রাশিদের ছেলে রুবেল মিয়া গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে ঘটনার দিন উল্লেখিত বাজারে দু’পক্ষের লোকজনের মধ্যে তুমুল বাক-বিতন্ডা শুরু হয়। এসময় দু’পক্ষের মাঝে বাক-বিতন্ডা থামিয়ে দেন ঘটনাস্থলে উপস্থিত আব্দুল হেলিম। এদিকে বাক-বিতন্ডা থামিয়ে দেয়ায় ক্ষুব্দ হয়ে রুবেল মিয়াসহ তার লোকজন একপর্যায়ে আব্দুল হেলিমকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্বক রক্তাত্ব জখম করেন।

আহত ব্যক্তির ভাতিজা তানভীর হোসেন সৈকত জানান- আব্দুল হেলিম আশংক্ষাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গৌরীপুর থানার এস আই শরীফ হোসেন জানান- তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত আব্দুল হেলিম একজন নিরাপরাধ ব্যক্তি। এ হামলার ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com