ময়মনসিংহবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট প্রায় সাড়ে ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা পৌনে ৪ টার উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আরিফ কম্পোজিট স্পিনিং মিল নামের সুতা গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। তবে, আগুনের ভয়াবহতা ক্রমে বাড়তে থাকায় জেলার ত্রিশাল, শ্রীপুর, গফরগাঁও থেকে ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে কাজ করা হচ্ছে। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
আরিফ কম্পোজিট স্পিনিং মিলের ম্যানেজার আল ইমরান বলেন, কারখানার দু’তলায় সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন লাগার সময় গুডাউনে কোন শ্রমিক না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com