সমাজে ধনী-গরিব, অনাথ-এতিম বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন। মাহে রমজান মাসে সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধানে গঠনমূলক আদর্শ সমাজ বিনির্মাণে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের মাঝে অন্যতম মালয়েশিয়ার “মামা আর্ট এন্ড কালচার বিডি” নামের একটি সামাজিক সংগঠন।
উক্ত সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও মালয়েশিয়ান অনাথ ৪০ জন শিশুদের মাঝে মাহে রমজানের উপহার সামগ্রী ও খাবার (প্রতি প্যাকেটে কুরআন শরীফ /খুরমাখেজুর ও ১প্যাকেট লজেন্স, বুফে লাঞ্চ) বিতরণ করেছে।
“মামা আর্ট অ্যান্ড কালচার বিডি মালয়েশিয়া” এর নব গঠিত কমিটির অনুষ্ঠান উপলক্ষ্যে রোববার দুপুরে হোটেল পুডু প্লাজায় ৪০ জন অনাথ এতিমদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া মামা শিল্প ও সংস্কৃতি বিডি এর উপদেষ্টা মোঃ কামারুজ্জামান কামাল।
বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদ এর সচিব মনিরুজ্জামান মনির, মামা আর্ট কালচার বিডি এর উপতেষ্ঠা সেলিম, এস কে সেন্টু, মোহাম্মদ আলী, মিঃ কে কে ওং, সোনাহার খান রশীদ, এনামুল হক, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ ইয়াছিন টুটুল, মামা আর্ট অ্যান্ড কালচার বিডি এর ভাইস প্রেসিডেন্ট, মো. জহিরুল ইসলাম, মামা আর্ট অ্যান্ড কালচার বিডি এর ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, মামা আর্ট অ্যান্ড কালচার বিডি এর ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান, সহ-সভাপতি দৌলত আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ, প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ সহো আরো অনেকেই।
সভাপতিত্ব করেন মামা আর্ট অ্যান্ড কালচার বিডি এর সভাপতি কবি শেখ জাহাঙ্গীর।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মামা আর্ট অ্যান্ড কালচার বিডি এর সহসভাপতি জহিরুল ইসলাম জহির, মহিলা সম্পাদিকা সুমাইয়া ফেরদৌসী।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com