ঢাকাশনিবার , ২০ মে ২০২৩

এনআর‌বি ইসলা‌মিক লাইফ ইন্স‌্যু‌রে‌ন্সের মৃত‌্যু দা‌বি চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে
নোয়াখালীর কবিরহাটে গ্রাহ‌কের মৃত্যুর দা‌বির চেক হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২০‌মে) কাবরহাট পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভা‌বে এনআরবি ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর গ্রাহক মরহুম রুস্তম আলীর নমিনি ও স্ত্রী তৈয়বের নেছার হাতে ২ লক্ষ ৮ হাজার ৫৪৫ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কবিরহাট পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।

অনুষ্ঠানের কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এইচ এম মিলন রহমানের সভাপ‌তিত্বে বক্তব্য রা‌খেন বি‌শেষ অ‌তি‌থি কোম্পানির এজেন্সি ডিরেক্টর(ওভারসীজ) এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম, কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান মো: মাহমুদুল ইসলাম, ইভিপি (সেলস এন্ড মার্কেটিং), মো: মোজাম্মেল প্রমুখ। এছাড়াও কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ এবং শতাধিক গ্রাহক ও স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com