ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩

শেরপুরে বালুর নিচে মিলল ৬৫ মণ চিনি

নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুরে বালুর ঢিবির নিচ থেকে ২৬০০ (৬৫ মণ) কেজি চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলা শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশ থেকে ঐ চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, দমদমা এলাকায় চিনি মজুত করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় পুলিশ। এ সময় বেলাল হোসেনের ভাড়া জমিতে ত্রিপলে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে ৫০ কেজির ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তবে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিল তা জানা না গেলেও তজ নামে এক ট্রলিচালক ট্রলিতে করে ঐসব চিনির বস্তা এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার উদ্ধারকৃত চিনি নিয়ে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

জিএন/এইচ

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com