ময়মনসিংহশনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রামগোপালপুর পি.জে.কে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হলি সিয়াম শ্রাবণ
জুলাই ১৫, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর পি.জে.কে আন্তঃব্যাচ ক্রিকেট উৎসব ২০২৩ জমকালো আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৫ জুলাই) বিকেলে ঐতিহ্য বাহী রামগোপালপুর পি.জে.কে.উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করেন রেজাউল করিম মানিক।

এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন রামগোপালপুর পি.জে. কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ।

ফাইনালা খেলায় সুপার কিংস-১৪ বনাম এভেঞ্জারস-২১ খেলায় অংশ গ্রহণ করে।

ফাইনাল খেলায় এভেঞ্জারস-২১  ৭ উইকেটের ব্যবধানে সুপার কিংস-১৪ কে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ সময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন- রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামগোপালপুর পি. জে. কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদ বাহার, সহকারী শিক্ষক শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ফারুক আহাম্মেদ প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার ধারাভাষ্য দেন প্রার্থ প্রতিম কর এবং সাইফুল ইসলাম।

 

জিএন/এমআরকে/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com