ময়মনসিংহের গৌরীপুরে পশ্চিম শালিহর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৬ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। ৩১ জুলাই সন্ধ্যায় ক্ষতিগ্রস্তদের দোকানপাট পরিদর্শন শেষে তিনি এ সহায়তা প্রদান করেন।
এসময় সঙ্গে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ শনিবার (২৯ জুলাই) দিনগত রাত পৌনে চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শালিহর হাই স্কুল সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যায় স্থানীয় ৬ ব্যবসায়ীর দোকানপাট ও মালামাল। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com