বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সাবেক ধর্মমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।
শোকবার্তায় তিনি বলেন- অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে সারাজীবন তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহে তিনি ছিলেন একজন সিংহ পুরুষ। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
এডভোকেট নিলুফার আনজুম পপি অধ্যক্ষ মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com