প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই আওয়ামী লীগ শক্তি। আওয়ামী লীগ শুধুমাত্র জনগণের কাছেই দায়বদ্ধ। নেতাকর্মীদের এ বিষয়টি মাথায় রেখে একসঙ্গে কাজ করতে হবে। রোববার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের কল্যাণে কাজ করে। এ কারণে আমরা প্রতিটি নির্বাচনের সময় দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার করি। আমরা কতটুকু করতে পেরেছি এবং ভবিষ্যতে কী করব- তা শুধু জনগণকে বলি, অন্য কাউকে নয়।
সরকারের সাড়ে ১৪ বছরের অর্জন তৃণমূল মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। এই সময়ে দলকে আরো শক্তিশালী করতে হবে। জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশ আজ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ প্রদত্ত ‘উন্নয়নশীল দেশের’ মর্যাদা পেয়েছে। এজন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে। আমরা সবার জন্য কাজ করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণই ভোটের মালিক। তারা যদি চায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে, তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে না। অন্য কেউ ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যাবে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জিএন/এইচ
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com