ময়মনসিংহমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২৪-৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে মৎস্য সপ্তাহ পালিত হয়। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলায় ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছিল।

কর্মসুচীর মধ্যে ছিল প্রথম দিন উপজেলা পরিষদ হল রুম ও জনবহুল স্থানে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা, মাইকিং-এর মাধ্যমে প্রচার প্রচারনা। ২য় দিনে উপজেলার বিভিন্ন সড়কে র‍্যালী, উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার প্রদান, প্রামাণ্য চিত্র প্রদর্শন।

৩য় দিনে উপজেলার বড়হিত ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ৪র্থ দিনে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মাছ চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক পরিক্ষা। ৫ম দিনে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাছ চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক পরিক্ষা ও প্রামণ্য চিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিনে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাছ চাষে সুফল্ভোগিদের প্রশিক্ষণ।

৭ম দিনে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন।

সপ্তাহব্যাপী মূল্যায়ন শেষে জেলা পর্যায়ে শিং মাছ চাষে পুরস্কার প্রাপ্ত একরাম হোসেনকে সম্মাননা স্বারক দেয়া হয়। এসময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মৎস্যজীবী, জেলে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com