নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মো. ফারুক মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ফারুক উপজেলা সদর ইউনিয়নের কুয়ারপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দাইল গ্রামের মো. হুসেন আলীর নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন ফারুক ও তার সহকর্মীরা। এ সময় ভবনের পশ্চিম পাশে প্লাস্টারের জন্য মাচা তৈরির কাজ করছিলেন তারা। একপর্যায়ে দেয়াল ধরে উঠার সময় হঠাৎ দেয়াল ধসে নিচে পড়েন ফারুক। পরে ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিএন/এইচ
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com