নলকূপের পাইপের উপর চলছে রান্না। ভাত, সবজি কিংবা তরকারি সবকিছুই রান্না হচ্ছে এখান থেকেই। কারণ নলকূপে পাইপ দিয়ে পানির পরিবর্তে আসছে গ্যাস। এই গ্যাসেই চারদিন ধরে রান্না করছেন এক গৃহবধূ।
এ ঘটনা ঘটেছে নেত্রকোণার কলমাকান্দায়। উপজেলার কৈলাটি ইউনিয়নের ঘনিচা গ্রামের নেকবর আলী বসত বাড়িতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস। এই গ্যাসেই চারদিন ধরে রান্নার কাজ করছেন বাড়ির গৃহিণী সাবিকুন নাহার।
জানা গেছে, চার বছর আগে ঢাকা থেকে এলাকায় এসে একটি জমি কেনেন নেকবর আলী। ঐ জমিতে ছোট পুকুরসহ বাড়ি ঘর তৈরি করেছেন। এরপর থেকে পরিবার নিয়ে নতুন বাড়িতে বসবাস করে আসছেন। প্রায় দুই বছর আগে বাড়ির দক্ষিণ পাশে ৩০ ফুট নিচে (আয়রন যুক্ত) পানির লেয়ার পাওয়ায় একটি নলকূপ বসানো হয়। এর দুইমাস পর থেকে নলকূপে পানি না ওঠা বন্ধ হয়ে যায়।
সাত মাস আগে বাড়ির পূর্ব উত্তর পাশে আরো একটি অগভীর নলকূপ (৩০ ফুট) বসানো নেকবর আলী। সম্প্রতি আই নলকূপেও পানি ওঠা বন্ধ হয়ে যায়। মেরামতের জন্য পাঁচদিন আগে নলকূপের উপরের মাথা খুলতেই গ্যাস জাতীয় তরল দ্রব্যের গন্ধ পান তারা। পরে আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করেন পরিবারের লোকজন। এরপর নলকূপ মেরামতের কাজ বন্ধ করেন। এখন এ নলকূপ থেকে নির্গত গ্যাসে রান্নার কাজ চলছে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রতিদিন নলকূপটি দেখতে ভিড় করছেন।
নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম বলেন, গ্যাসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে রান্নার ব্যবস্থা করে দেই। চারদিন ধরে সর্তকতা অবলম্বন করে সেখানে গ্যাসে রান্নার কাজ করছে আমার স্ত্রী সাবিকুন নাহার।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com