ময়মনসিংহশনিবার , ১৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
আগস্ট ১৯, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নান্দাইল উপজেলায় পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- স্থানীয় বনগ্রাম গ্রামের শামছউদ্দীনের ছেলে হারুন মিয়া ও উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির কুতুবপুর গ্রামের আবদুর রহমানের ছেলে দুলাল মিয়া।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, সন্ধ্যায় নিজ গোয়াল ঘরে ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল মিয়া। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপরদিকে বনগ্রাম চৌরাস্তা রাজারস্থ মসজিদে এশার নামাজ আদায় করে বাজারের দিকে ফিরছিলেন হারুন মিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন।

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপেক্ষিতে দুলাল মিয়ার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে হারুন মিয়ার লাশ।

 

জিএন/এইচ

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com