ময়মনসিংহের নান্দাইলে মাদরাসা ভবনের ছাদে উঠে আত্মহত্যা করেছে আরিফুল ইসলাম এক শিক্ষার্থী।
শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কামাটখালী গ্রামের নুরুল উলুম কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। মৃত আরিফুল ইসলাম ত্রিশাল উপজেলার বিষন্নপুর গ্রামের আ. মালেকের ছেলে।
জানা যায়, আরিফুল রাত সাড়ে ১০টার দিকে পড়া শেষ করে ঘুমাতে যায়। ফজরেরর নামাজ আদায় করে সকাল ৬টার দিকে যখন সব শিক্ষার্থী পড়তে বসে তখন আরিফুলকে খুঁজে পাওয়া যায়নি। পরে মাদরাসার ৩য় তলার ছাদে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় অন্য শিক্ষার্থীরা।
নান্দাইল মডেল থানার এসআই আ. কাদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com