জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯৩টি বৃক্ষরোপন করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার শালীহর বধ্যভূমির আঙ্গিনায় এ ফলজ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তিনি।
এতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com