ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাপের ছোবলে মো. আরিয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের পাচাহার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর।
তিনি জানান, আরিয়ান মঙ্গলবার রাতে ঘরের মেঝেতে বসে খেলা করছিল। এ সময় একটি বিষাক্ত সাপের ছোবলে সে জ্ঞান হারায়। পরিবারের সদস্যরা আরিয়ান উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সানজিদা সুলতানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিশু আরিয়ানকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com