ময়মনসিংহসোমবার , ৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাকচাপায় নিথর হলেন মোটরসাইকেল আরোহী

অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ট্রাকচাপায় হাফিজুল ইসলাম হিফজু নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন।

রোববার সকালে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম হিফজু ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সকাল ৯টার দিকে হিফজু তার চাচার মোটরসাইকেল নিয়ে পাথরভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিল। পথে বকুলতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ হিফজু সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জিএন/এইচ

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com