ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে শহরে বালু বোঝাই ট্রাক চাপায় জুয়েল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জুয়েল মিয়া সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বাজিতপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর পাটগোদাম ব্রীজ মোড়-কৃষি বিশ্ববিদ্যালয় সড়কের টুরিষ্ট পুলিশ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে জুয়েল মোটরসাইকেল যোগে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে পাটগোদাম ব্রীজ মোড় থেকে কৃষি বিশ্ববিদ্যালয় সড়কের টুরিষ্ট পুলিশ কার্যালয় এলাকায় যেতেই বিপরিত দিক থেকে বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম।

সামিউল ইসলাম আরও বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com