ময়মনসিংহমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নাশকতার অভিযোগে জামায়াতের ১৯ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ মো. মুজাহিদ, ডা. আজহারুল ইসলাম শাহীন, হাবিবুল হক শরীফ, মো. মামুনুর রশিদ, আবু নাছের সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন, মো. মফিজুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আ. কাদের, মো. জয়নাল আবেদীন, মো. ফজলুল হক ওরফে মাহবুব, মো. আমিনুল হক খান, মতিউর রহমান, নুরুল ইসলাম, মো. আ. মতিন, ইয়াকুব আলী, মাহমুদুল হাসান, মোবারক হোসাইন, মো. সাইফুল ইসলাম। তারা সবাই ময়মনসিংহের বিভিন্ন উপজেলার জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও অন্যান্য পদধারী নেতা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর নতুন বাজার মোড়ে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে দাঙ্গা সৃষ্টি ও সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িও ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যান।

তিনি বলেন, এ ঘটনার পর গত ২৯ জুলাই কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

জিএন/এইচ

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com