নেত্রকোণার মোহনগঞ্জে কংস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে রেজাউল ইসলাম ওরফে শিরমনি নামে শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় বালু ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিরমনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে। খবর পেয়ে সকাল থেকে ময়মনসিংহ থকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দুপুর ২টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
নৌকা থেকে বেঁচে ফেরা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নৌকায় মাঝিসহ মোট পাঁচজন ছিলেন। ভোরের দিকে ঘাটে বাধা নৌকাটি তলা বিকট শব্দে ফেটে গিয়ে দ্রুত তলিয়ে যায়। এতে ঘুমন্ত চারজন নৌকা থেকে বেরিয়ে সাঁতরে তীরে উঠলেও শিরমনি নৌকার ভেতরে আটকা পড়েন।
মোহনগঞ্জ থানার এসআই পিন্টু চন্দ্র দে জানান, স্টিল বডির নৌকাটিতে ২৫০ বস্তায় ৪৫৬ মণ ধান ছিল। সোমবার সন্ধ্যায় দিরাই থেকে নৌকাটি ধান নিয়ে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ঘাটে ভেড়ে। ভোরে দিকে বিকট শব্দে তলা ফেটে নৌকাটি ডুবে যায়। এ সময় ভেতরে পাঁচ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। দ্রুত ঘুম ভেঙে চারজন সাঁতরে তীরে উঠলেও শিরমনি ভেতরে আটকা পড়েন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com