১৯৭৫ সনের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে স্মরণকালের নৃশংসতম হত্যাকান্ডের ঘটনার স্মৃতিচারণ করতে নিজ এলাকায় মতবিনিময় করে আসছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।
১ আগস্ট থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এ স্মৃতিচারণ সভা শুরু করেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার বোকাইনগর ইউনিয়নের তেলিহাটি বাজার এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে এ উপলক্ষে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় শোকাবহ আগস্টে ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের বর্ণনা তুলে ধরে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আব্দুল আউয়াল খান পাঠান, মোঃ মাহফূজ উল্লাহ, মোঃ হাবিব উল্লাহ হাবিব, মুজিবুর রহমানসহ আরও অনেকেই।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com