এশিয়া কাপের মঞ্চে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব। ভারতকে ৬ রানে হারিয়ে জিতে গেলেন টাইগাররা।
সুপার ফোরের শেষ ম্যাচটিতে জয়-পরাজয় কোনো দলের জন্যই জরুরি ছিল না। কারণ ফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়ে গেছে।
তবে, এশিয়া কাপের মঞ্চে বাজে পারফর্ম করা বাংলাদেশের জন্য একটা জয় ছিল খুব প্রয়োজনীয়। সবশেষ ২০১২ এশিয়া কাপে ভারতকে হারাইছিল টাইগাররা।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com