ময়মনসিংহসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সাঁতার শিখতে গিয়ে বাবার সামনে ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রপুরে মৃগী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

মৃত কাজল একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে খাঁ মিয়ার ছেলে। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

মৃতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, দুপুরে কাজলকে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাঁতার শেখাতে নিয়ে যান বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শেখার সময় হঠাৎ কাজল পানিতে তলিয়ে যান। বাবাও তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করতে নদীতে নেমে পড়েন। ততক্ষণে কাজলের মৃত্যু হয়।

উদ্ধার কাজে অংশ নেয়া আব্দুল মোতালেব বলেন, কাজল সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। কিন্তু খালের পানিতে হঠাৎ সে ডুবে যায়। আমরা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেছি।

শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com