ময়মনসিংহের গৌরীপুরে ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আধুনিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছে ময়মনসিংহ জেলা পরিষদ। প্রস্তাবিত এ পরিকল্পনা বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্ধে স্টেডিয়ামের একাংশে একটি দর্শক গ্যালারি ও প্যাভিলিয়ন নির্মাণ করা হবে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসূফ খান পাঠান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন।
স্থানীয় কয়েকজন জানান- ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে ৮০ দশকের প্রথমদিকে নির্মিত একমাত্র গ্যালারিটি ভেঙ্গে যাওয়ায় দীর্ঘ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। যে কারনে এ স্টেডিয়ামে বিভিন্ন খেলা ও নানা অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় দর্শকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ক্রীড়া প্রেমীদের এই দুর্ভোগ লাঘবে ৪০ বছরে এখানে নতুন গ্যালারি নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়নি। অবশেষে জেলা পরিষদের উদ্যোগে এই স্টেডিয়ামে নতুন গ্যালারি নির্মিত হতে যাচ্ছে। এতে গৌরীপুরে ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে তারা মনে করেন।
জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন জানান- গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আধুনিক করে সাজাতে জেলা পরিষদে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নকল্পে ইতোমধ্যে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বরাদ্ধ দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসূফ খান পাঠান, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ময়মনসিংহ জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রউফ।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম , দেলোয়ার হোসেন বাচ্চু, দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার মিতু, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তাদির শাহিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মুন্নাফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মাসুদ, বিপুল চন্দ, ছাত্রলীগ নেতা আল হোসাইন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ আরও অনেকই।
পরে এ উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com