ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মদনে শত্রুর বিষে এক সকালেই মরল ১৪০০ হাঁস

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদনে এক খামারের ১ হাজার ৪ শ হাঁসের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার শাহাপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহাপুর গ্রামের বুলবুল ইসলাম ও আরজু মিয়া প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে একটি হাঁসের খামার গড়ে তুলেন। খামার করে সাবলম্বী হওয়ার স্বপ্নও দেখছিলেন তারা। কিন্তু এক সকালেই খামারিদের স্বপ্ন বিলীন হয়ে গেছে।

জানা গেছে, কৃষক বুলবুল ইসলাম ও আরজু মিয়া বাড়ির সামনে এক মাস আগে ১ হাজার ৫ শ হাঁসের বাচ্চা নিয়ে একটি খামার গড়েন। হাওরে আমন ধান রোপণ করায় তাদের নিজ বাড়ির সামনে জালের বেড়া দিয়ে ফাঁকা জায়গায় হাঁস লালন-পালন শুরু করেন। সোমবার ভোরে প্রতিদিনের ন্যায় হাঁস গুলো খাদ্য খেয়ে মরতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ১ হাজার ৪ শ হাঁসই মারা যায়।

হাঁস খামারি আরজু মিয়া বলেন, গ্রামে আমাদের কোনো শত্রু নেই। কয়েক দিন আগে প্রতিবেশী মাদক ব্যবসায়ী নূর আহম্মদ ও রবিউল খামারের পাশে মোটরসাইকেল রাখলে মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তারা আমার ভাতিজাকে মারপিঠ করে। আমরা গাড়ি রাখতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে সোমবার ভোরে বিষ মিশ্রিত খাবার দিয়ে আমাদের সব হাঁস মেরে ফেলেছে। ঘটনার পর নূর আহম্মদ ও রবিউল এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করবো।

নূর আহম্মদের বোন সুফিয়া আক্তার বলেন, আমার ভাই ৪-৫ দিন ধরে বাড়িতে নেই। আরজু ও বুলবুল মিয়ার হাঁস মরে যাওয়ায় আমার ভাইকে দোষারোপ করছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তায়রান ইকবাল জানান, আরজু মিয়া ও বুলবুল ইসলাম আমার অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁসের খামার গড়েছেন। তাদের খামারের ১ হাজার ৪ শ হাঁস মরার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারা যাওয়া হাঁসের সেম্পল পরীক্ষা করা জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

মদন থানার ওসি মুহাম্মদ তাওহীদুর রহমান বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী) সার্কেলকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com