ময়মনসিংহমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কনস্টেবলের গুলিতে আহত ওসি

জেলা প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা থানার এক কনস্টেবলের শটগানের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় সাতমাইল এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে প্রথমে ইটে আঘাত হানে। এরপর তা ওসির হাতে এসে লাগে। এতে তিনি আহত হন।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা।

তিনি বলেন, এটা বড় কিছু নয়। ওসি হাতে সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com