ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রমে বর্তমান সরকারের উন্নয়নের ধারা ব্যাহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
পরে পৌরসদর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা ও আ.লীগ সদস্য আবুল মুনসুর প্রমুখ।
জিএন/এইচ
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com