ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩

ঈশ্বরগঞ্জে নৌকা মনোনয়ন প্রত্যাশী তূর্ণর উদ্যোগে শান্তি সমাবেশ

রতন ভৌমিক
নভেম্বর ১৪, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকা মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান তূর্ণর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি- সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম- আহবায়ক রফিকুল রবির সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসুদ হাসান তূর্ণ, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. পলাশ গুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

 

জিএন/এইচ

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com