ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে পৌর এলাকার দত্তপাড়া (হাসপাতাল রোড) এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রাজন মিয়া (৪০)কে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্ত রাজন মিয়া পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তানসহ উপজেলার পৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আসামী রাজন মিয়ার সাথে পূর্ব পরিচিত হওয়ায় গত সোমবার সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে তার বাসায় নিয়ে যায় রাজন। পরে শিশুটি নিজ বাসায় ফিরে আসলে পরনের পায়জামা ভিজা থাকায় শিশুটির মায়ের সন্দেহ হয়।পরে শিশুটিকে ভালভাবে দেখার পরে ধর্ষণের আলামত পাওয়া যায়। এসময় শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি জানায় যে তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার সাথে এমন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা নথিভূক্ত হয়েছে। আসামী পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।
জিএন/এইচ
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com