তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে। শতভাগ বিদ্যুৎ, ইন্টারনেট, উন্নয়ন গ্রামে পৌঁছে গেছে। যা বিগত কোনো কোনো সরকার করেনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ চত্বরে সরকারি ভাতা সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব দাবি করেন।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরপর তিনবার নৌকা মার্কায় ভোট না দিতেন তাহলে আপনারা ভাতাগুলো পেতেন না। আমার বিধবা বোন মাসে ৫৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। টাকার পরিমাণটা কম হলেও সেটাই তার বেঁচে থাকার অবলম্বন। আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার শক্তি। একজন বৃদ্ধ বাবা তার পকেটখরচ হিসেবে পাচ্ছেন। ওটা তার সবচেয়ে বড় শক্তি। আগে প্রতিবন্ধী কোনো শিশু জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে বাবা-মা সেই সন্তানকে ঘরে লুকিয়ে রাখতো। এখন সেই সন্তান পুরো পরিবারের দায়িত্ব নিচ্ছেন।
তিনি আরও বলেন, দেশের গরিব-অসহায় মানুষের জন্য শেখ হাসিনা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আগে কৃষকদের এক বস্তা সারের জন্য তাকিয়ে থাকতে হয়েছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ ছিল না। মানুষের যাতায়াতের জন্য ব্রিজ ছিল না। এখন প্রতিটি এলাকা প্রধানমন্ত্রী পাকা রাস্তা, ব্রিজ, স্কুল-কলেজের অসংখ্য অবকাঠামো নির্মাণ করে দিয়েছেন। যা বিগত বছরে কোনো সরকার করেনি।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্যে দেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com