ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ফুলপুরের বওলা গ্রামের মুরাদ (৪০) ও একই গ্রামের মোহাম্মদ (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তারাকান্দা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন স্থান পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর সিএনজিরচালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com