ময়মনসিংহের নান্দাইলে স্কুল চলাকালীন সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্কে আড্ডা দেওয়ায় তাদের শোকজ দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূমি অফিসের মিনি পার্কে আচমকাই প্রবেশ করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এ সময় স্কুল-কলেজের ড্রেস পরা ১৫-২০ ছাত্র ছাত্রী বসে আড্ডা দিচ্ছিলো। তিনি তাদেরকে ডেকে প্রত্যেকের নাম এবং প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করেন। পরে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আসতে বলেন।
ইউএনও শিক্ষকদের বলেন, আপনারা এই ছাত্র ছাত্রীদের অভিভাবদেরকে লিখিতভাবে শোকজ করেন। তিনি শোকজ পত্রে লেখার জন্য পরামর্শ দেন। অভিভাবকদের বলেন, আপনাদের সন্তানরা স্কুলে নাম করে এভাবে আড্ডা দিচ্ছে। আমরা কেন আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করব না! তার জন্য লিখিত জবাব দিন। ইউএনও শোকজ পত্রের একটা করে কপি তার কাছে জমা দিতে বলেন।
ঘটনাস্থলে উপজেলার দত্তপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে মো. সোহাগ মিয়া অনুমতি না নিয়ে সব ছাত্র ছাত্রীদের ছবি ভিডিও করেন। এমন অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ফোন থেকে সব ছবি, ভিডিও মুছে দেওয়া হয় এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ টাকা জরিমানা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের একজন কর্মচারী জানান, নান্দাইল সমূর্ত্ত জাহান কলেজ ও শেরপুর আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা বেশি ছিল।
সমূর্ত্ত জাহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র সাহা বলেন, আমি ময়মনসিংহে ছিলাম। দু’জন শিক্ষককে দায়িত্ব দিয়েছি কাল বিস্তারিত বলতে পারবে।
ইউএনও অরুণ কৃষ্ণ পাল জানান, এভাবে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বা রেস্টুরেন্টে বসে সময় নষ্ট করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না। এ বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের আরো সচেতন ভূমিকা পালন করতে হবে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com