ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩

বিশিষ্ট সাংবাদিক আজম জহিরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট ছড়াকার, লেখক আজম জহিরুল ইসলাম (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি রবিবার (১২ নভেম্বর) দিনগত রাতে সাড়ে ৩টার  দিকে গৌরীপুর উপজেলার গাভীশিমুল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও চার মেয়ে, নাতি-নাতনীসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ  আজ সোমবার দুপুর ২ টা ১৫ মিনিটে গাভীশিমুল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

প্রবীণ সাংবাদিক আজম জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর নিউজ এর সম্পাদক মশিউর রহমান কাউসারসহ আরও অনেকেই।

 

জিএন/এইচ

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com