ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

  1. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন টানা দু’বারের এমপি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। রবিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে বাবার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছেলে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের আগে সকলের দোয়া-সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকিম, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, বোকাইনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুকতাদির শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, ফারুক আহাম্মেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান মাসুদ, ছাত্রলীগ নেতা ওয়াসিকুল ইসলাম রবিন প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com