ময়মনসিংহের গৌরীপুরে ডাউকি জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন এলাকায় জনগুরুত্বপূর্ণ আরও ৬টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। শনিবার (১১ নভেম্বর) স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে উন্নয়ন কাজগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকৃত উন্নয়নকাজগুলো হচ্ছে- রামগোপালপুর ইউনিয়নে ডাউকি জামে মসজিদের তিন তলা মসজিদ নির্মাণ, উপজেলা হেড কোয়ার্টার থেকে ডৌহাখলা ইউপি ভায়া রামগোপালপুর সড়ক, তেরশিরা মোড় থেকে দয়ালের মোড় ভায়া নওগা বাজার, ডৌহাখলা ইউপি হেড কোয়ার্টার থেকে সাহেব কাচারী বাজার ভায়া রায়গঞ্জ বাজার, মাওহা বাজার থেকে মহিষহাটি বাজার, মাওহা বাজার থেকে বীর আহাম্মদপুর বাজার সড়ক পাকাকরন ও নয়নগর এলাকায় ব্রীজ নির্মাণ।
এর আগে গত দু’দিনে জনগুরুত্বপূর্ণ ১৩টি পাকা রাস্তা ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এনিয়ে উপজেলায় ৩দিনে মোট ২৩টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন তিনি। এমপির এই উন্নয়ন শোভাযাত্রা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনকৃত অন্য প্রকল্পগুলো হচ্ছে- কলতাপাড়া টু গৌরীপুর প্রধান সড়ক, গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া মোড় থেকে শ্যামগঞ্জগামী আঞ্চলিক সড়ক, গৌরীপুর থেকে বোকাইনগর ইউপির প্রধান পাকা সড়ক ও রামগোপালপুর বাজার থেকে ধূরুয়াগামী পাকা রাস্তা মেরামত এবং খান্দার হতে মহিশ^রণ, মহিশ^রণ হতে পালুহাটি, গৌরীপুর হতে কৃষ্ণপুর, গাভীশিমুল হতে মহিশ^রণ, বোকাইনগর ইউপি হতে সোহাগী, বোকাইনগর ইউপি হতে বাংলাবাজার, রামগোপালপুর ইউপি হতে বোকাইনগর ইউপির বাংলাবাজার ভায়া বাসাবাড়ি, মাইজহাটি ও তেলিহাটি বাজার, রামগোপালপুর ইউপি হতে পশ্চিমপাড়া রাস্তা পাকাকরন। মুখুরিয়া বাজার হতে সিদ্দিকীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোকাইনগর ইউনিয়নে বেতান্দর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন ও কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার এমপির উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা, মাওহা ইউপি চেয়ারম্যান আল ফারুক, ডৌহাখলা ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম, উচাখিলা ইউপির চেয়ারম্যান আনোয়ার হাসান খান সেলিম, মাওহা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, ডাঃ একেএম মাহফূজুল হক, মাওলানা মোঃ আবু সাঈদ, ডাউকি জামে মসজিদের সভাপতি সাহাবুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, ফারুক আহম্মেদ, যুবলীগ নেতা তোফায়েল আহমেদ, রাশেদ মোঃ আলমগীর, আলতাফ তালুকদার, ওয়াজেদুল ইসলাম কামাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা বিপুল চন্দ, হাবিবুর রহমান হাবিব, মাজহারুল ইসলাম, মামুন, জুয়েল, মাহমুদুল হাসান মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, আল হোসাইন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাগর, সিয়াম খান পাঠানসহ আরও অনেকেই।
গৌরীপুর নিউজ/এমআরকে/এইচএসএস
ইমেইলঃ news.gouripurnews@gmail.com