ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩

ট্রাক পেলেন মাহি

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মাহি বিষয়টি নিজেই জানিয়েছেন। তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরবো। আমার মার্কা ট্রাক। শোষক, জমিদার আর অহংকারী নেতা আত্মমর্যাদা, উন্নয়ন ও গণতন্ত্রের মূল বাধা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহিয়া মাহি।। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com