নেত্রকোণার বিজয়পুর সীমান্তে ভারতীয় রুপিসহ জসিম রোমান নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে বিজয়পুর বিওপির নায়েক বাবুল আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হলে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত জসিম রোমান উপজেলার পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজংয়ের ছেলে ।
জানা যায়, মঙ্গলবার রাতে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকার সন্দেহজনক চলাফেরার সময় জসিম রোমানকে আটক করে ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্পের একটি দল। পরে তাকে তল্লাশি করে আর কাছে থাকা ১৯ লাখ ৯৮ হাজার রুপি উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, দুর্গাপুর উপজেলায় বিজয়পুর ক্যাম্পের বিজেপি রুপিসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় মামলা দেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com