ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় রোববার রাতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় পুলিশ পেট্রলসহ ছাত্রদলের তিন নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে।
এ ঘটনায় জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সভপতিসহ ১৬ জনের নাম উল্লেখ করে বিএনপি ও অঙ্গসংগঠনের অজ্ঞাত ৭০ জনের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত রোববার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সদরের শম্ভুগঞ্জ এলাকায় আন্দোলনকারীরা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় টহল পুলিশ পেট্রলসহ তাদের গ্রেফতার করে। এরা হলো- ছাত্রদলের আকরাম হোসেন (২৪) খাইরুল ইসলাম (২৯) ও শুভ চন্দ্র দে (৩০)। এ সময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রল উদ্ধার করেছে।
তিনজনকে সোমবার বিকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com