ময়মনসিংহবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পনামন্ত্রী হলেন আব্দুস সালাম

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নতুন সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মন্ত্রী পেলেন নান্দাইলবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। ওই তালিকার একটি কপি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা যায়, আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসূলপুর গ্রামে ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি প্রয়াত আব্দুল ওয়াহেদ ও নূরজাহান দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি পাঞ্জাব থেকে বিএ পাস করেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সালাম।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান জানান, স্বাধীনতার পর এই প্রথম বারের মতো নান্দাইলে পূর্ণ মন্ত্রীত্ব পাওয়ায় সর্ব মহলে আনন্দের বন্যা বইছে। মন্ত্রীত্ব পাওয়ার মাধ্যমে ইতিহাসের উচ্চতায় স্থান পেল নান্দাইল।

সদ্যসমাপ্ত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আব্দুস সালাম নৌকা প্রতীক নিয়ে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে পান ৬৩ হাজার ১০০ ভোট।

আব্দুস সালাম ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে আবারো নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com