ময়মনসিংহবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের অর্থ অপচয় সহ্য করা হবে না: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

যে কোনো উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থ অপচয় সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

বৃহস্পতিবার ময়মনসিংহে নিজ সংসদীয় আসনের মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি নিজ সংসদীয় আসন নান্দাইলের ব্যাপক উন্নয়নের জন্য মাস্টারপ্লান করার ঘোষণা দেন।

তিনি বলেন, জনস্বার্থের কোনো অভাব রাখা হবে না। আমি যা কথা দিচ্ছি এর চেয়েও বেশিকিছু করার চেষ্টা করবো।

এ সময় নিজ দলের নেতাকর্মীদের সবার সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ দেন তিনি।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com