ময়মনসিংহবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে খাজাবাড়ী খানকা শরীফে ১৪তম মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

‘তরিকায়ে চিশতীয়া চিরস্থায়ী হউক’ এ স্লোগানে কুতুবুল আফতাব সুলতানুল হিন্দ-হিন্দীল অলি খাজা গরীবে নেওয়াজ আজমিরী আল হাছানী ও হুছাইনী রেঃ) এর তাওয়াল্লাদ শরীফ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা খাজাবাড়ী খানকা শরীফে ৩০ জানুয়ারী ১৪তম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আরজগুজার রহুল আমিন চিশতী ও খানকা শরীফের ভক্তবৃন্দ দিনব্যাপি এ মাহফিলের আয়োজন করেন।

এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল- তেলাওয়াতে কোরআন, জিকির, মিলাদ, দোয়া ও শান মাহফিল। এতে দোয়া পরিচালনা করেন শামছুল হক চিশতী।
এ বার্ষিক মাহফিলে রাতে বাউল গান পরিবেশন করেন- বাউল সাজ্জাদ হোসেন সরকার, সোহেল সরকার, আব্দুল মোমেন চিশতী ও মিশু সরকার।

এতে অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আব্দুর রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদিরসহ আরও অনেকেই।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com