ময়মনসিংহসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাদশা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে দুই কেজি গাঁজাসহ মোঃ বাশার ফকির ওরফে বাদশা (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বোকাইনগর ত্রিশঘর গ্রামের মৃত আঃ করিম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং- ০২, তারিখ- ০৫/০২/২০১৪ইং।

এর আগে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ কবিরুল হাসান এর নেতৃত্বে একটি টীম গোপনসূত্রের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘরে খাটের নিচে ব্যাগে সংরক্ষিত রাখা দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

 

গৌরীপুর নিউজ/হলি/এসএস

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com